ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

আজকের আলোচিত ছবি

‘এগিয়ে নেয়ার দেশ বাংলাদেশ। অবমাননার নাম বাংলাদেশ নয়, অর্থনৈতিকভাবে এগিয়ে নেয়ার নাম বাংলাদেশ। দেশের উন্নয়নে আমরা (ব্যবসায়ীরা) কাজ করছি। বাংলাদেশ এখন গতিশীল। এ দেশ এগিয়ে যাচ্ছে, এ দেশকে আরও এগিয়ে নিতে আমাদের একত্রে কাজ করতে হবে।’ শনিবার (১২ ডিসেম্বর) রাজধানীর মতিঝিলে ঘণ্টাব্যাপী মানববন্ধনে এসব কথা বলেন বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী।


  • রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতির পিতার সম্মান, রাখব মোরা অম্লান’ স্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে অপপ্রচার ও নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে প্রতিবাদ। এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বিসিএস অল ক্যাডার ফোরাম (সরকারি কর্মকর্তা ফোরাম)।
    রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতির পিতার সম্মান, রাখব মোরা অম্লান’ স্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে অপপ্রচার ও নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে প্রতিবাদ। এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বিসিএস অল ক্যাডার ফোরাম (সরকারি কর্মকর্তা ফোরাম)।
    • আফগানিস্তানের রাজধানী কাবুলে কয়েক দফা রকেট হামলা চালানো হয়েছে। শনিবার সকালের ওই সিরিজ রকেট হামলায় একজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। এরপর সেখানে নিরাপত্তা জোরদার করা হয়। ছবি: এএফপি

    • আফগানিস্তানের রাজধানী কাবুলে কয়েক দফা রকেট হামলা চালানো হয়েছে। শনিবার সকালের ওই সিরিজ রকেট হামলায় একজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। এরপর সেখানে নিরাপত্তা জোরদার করা হয়। ছবি: এএফপি
      • জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরের দাবিতে মাবনবন্ধন করছে চট্টগ্রামের বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন। ছবি: সংগৃহীত
        • জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরের দাবিতে মাবনবন্ধন করছে চট্টগ্রামের বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন। ছবি: সংগৃহীত

        • রাজধানীতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করছে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশন। ছবি: সংগৃহীত

          রাজধানীতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করছে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশন। ছবি: সংগৃহীত

        • ভাস্কর্য নিয়ে অপব্যাখার প্রতিবাদে মানববন্ধন করছে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি। ছবি: পিআইবি

          ভাস্কর্য নিয়ে অপব্যাখার প্রতিবাদে মানববন্ধন করছে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি। ছবি: পিআইবি



ads

Our Facebook Page